জালফানওয়ালি, দলোয়ালি সংলগ্ন, জম্মু রোড, সিয়ালকোট, পাঞ্জাব, পাকিস্তান
অসহায় ও প্রাপ্য ব্যক্তিদের সহায়তা প্রদানের উদ্দেশ্যে, Alfaqr Muhammad Yaqoob Awan (পিতা: Noor Ahmad Awan) ট্রাস্ট প্রতিষ্ঠার ধারণা দেন। সেই মোতাবেক, বিভিন্ন সামাজিক পরিবেশে মানুষের সহায়তার জন্য আলফকর ট্রাস্ট গঠিত হয়েছে।
(1) তরুণ-তরুণী ও শিশুদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য অনুদান, বৃত্তি, পুরস্কার এবং সম্মাননা প্রদান।
(2) উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রদের উৎসাহিত করতে সার্টিফিকেট, পদক ও পুরস্কার প্রদান।
(3) ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সব শিশুদের আত্মিক, শারীরিক, মানসিক ও শিক্ষাগত উন্নয়ন সাধন।
(4) শিক্ষা ও বুদ্ধিমত্তা (IQ) বিকাশের জন্য যেকোন প্রতিষ্ঠান/স্কুল অথবা সমিতি পরিচালনা, প্রতিষ্ঠা বা সহ-সম্পৃক্তকরণ।
(5) ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা।
(6) প্রাপ্তবয়স্ক সাক্ষরতা কেন্দ্র প্রতিষ্ঠা করা যাতে বয়োজ্যেষ্ঠরা, বিশেষত মা-বোনেরা পড়তে ও লিখতে শিখেন।
(7) হাসপাতাল, ক্লিনিক, ডিসপেনসারি, জরুরি চিকিৎসা কেন্দ্র ও চিকিৎসা কমপ্লেক্স গঠনের পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবা।
(8) দরিদ্র ও অক্ষমদের জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন এমনকি প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা ও সহায়তা প্রদান।
(9) দরিদ্র ও প্রাপ্য ব্যক্তিদের জীবনমান উন্নয়নে খাদ্য, বাসস্থান, পোশাক, ঔষধ, অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান।
(10) প্রাকৃতিক দুর্যোগসহ নানা বিপর্যয়ে ক্ষতিগ্রস্থদের জন্য ভবন, প্রতিষ্ঠান বা আশ্রয় কেন্দ্র তৈরি ও রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনে তাদের খাদ্য ও আশ্রয় প্রদান।
(11) গৃহহীন, বিধবা ও এতিমদের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থা গড়ে তোলা যাতে তাদের মর্যাদাশীল জীবন নিশ্চিত হয়ে ওঠে।
(12) সাম্য, ন্যায়, ঐক্য ও দেশপ্রেমের জন্য কাজ করা; সাম্প্রদায়িকতা, সহিংসতা, সন্ত্রাসবাদ ও মৌলিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
(13) প্রতিবন্ধী ও অন্ধদের জন্য মাসিক ভাতা বা আর্থিক সহায়তা প্রদান।
(14) ভিক্ষুকদের জন্য বিনামূল্যে আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবা প্রদান করে তাদের সম্মানজনক জীবনে ফিরিয়ে আনা।
(15) সর্বসাধারণের জন্য লাইব্রেরি, পড়ার ঘর ও পার্ক স্থাপন ও সংরক্ষণ।
(16) ট্রাস্টের উদ্দেশ্য সম্পাদনে বই, পত্রিকা ও স্মারক প্রকাশনা।
(17) প্রচারমূলক বিজ্ঞাপন ও উপকরণ তৈরি ও প্রচার।
(18) জাতীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসব উদযাপন ও উৎসাহ দেয়া।
(19) ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য সভা, সেমিনার ও বিতর্ক আয়োজন।
(20) ট্রাস্ট সম্পর্কিত সম্মেলনসমূহে প্রতিনিধিত্ব।
(21) চলমান ও স্থাবর সম্পত্তি অর্জন, নির্মাণ, মেরামত ও বিক্রয়।
(22) অনুদান গ্রহণ ও অর্থায়ন সুনিশ্চিতকরণ।
(23) সমমনা সংগঠনসমূহের সাথে অংশীদারিত্ব।
(24) কার্যক্রম সম্পাদনের জন্য ঋণ গ্রহণ।
(25) সাধারণ জনগণের সমস্যা সমাধানের জন্য আইনগত সহায়তা।
(26) বিরোধ নিষ্পত্তি ও প্রতিনিধি হিসাবে কার্যকরতা।
(27) গবেষণা ও উন্নয়নের জন্য প্ল্যাটফর্ম ও সহায়ক কাঠামো।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান।
সুসজ্জিত গ্রন্থাগার।
ডেটাবেস ও ডিজিটাল যোগাযোগ।
প্রকাশনা ও আলোচনা ওয়েবসাইট।
(28) অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম।
| Sr No | Name | Designation | Occupation |
|---|---|---|---|
| 1 | Masood Ahmad | Chairman | Retired Army Officer |
| 2 | Aftab Ahmad | Vice Chairman | Retired Army Officer |
| 3 | Abdul Rauf Khan | General Secretary | Retired Army Officer |
| 4 | Munir Ahmad | Joint secretary | Business |
| 5 | Muhammad Iqbal | Finance Secretary | Private Job |
| 6 | Muhammad Maqbool Awan | Member | Private Job |
| 7 | Muhammad Nadeem | Member | Business |
(1) ট্রাস্টের সমস্ত কার্যক্রম তদারকি করা।
(2) সব সভার সভাপতিত্ব।
(3) প্রয়োজনমতো সভা আহ্বান বা স্থগিত।
(4) ভোট সমান হলে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান।
(5) হিসাবরক্ষণ ও নথিতে স্বাক্ষর।
(6) অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় ও স্বাক্ষরাধিকার।
(7) প্রধান প্রশাসক।
সভাপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন।
(1) রেকর্ডসুরক্ষা।
(2) সভার কার্যবিবরণী রেকর্ড।
(3) সভার এজেন্ডা প্রস্তুতি ও প্রচার।
(4) অর্থ সংগ্রহ ও ব্যয়ের ব্যবস্থাপনা।
(5) হিসাবরক্ষণ ও বার্ষিক অডিট।
(6) আসীনকৃত স্বাক্ষরাধিকার।
(7) সভাপতির পরে স্বাক্ষরাধিকার।
সাধারণ সম্পাদকের সহকারী ও সমন্বয়কারী।
(1) আর্থিক নথিপত্র সংরক্ষণ।
(2) আর্থিক এজেন্ডা প্রস্তুতি।
(3) তহবিল সংগ্রহ ও হিসাব দেখভাল।
(4) বার্ষিক অডিট ব্যবস্থা।
সভায় অংশগ্রহণ ও কর্তব্য পালন।
প্রতিষ্ঠানটির নাম ALFAQR TRUST।
জালফানওয়ালী, দলোয়ালী সংলগ্ন, জম্মু রোড, সিয়ালকোট।
(1) যেকোন শ্রেণী, জাতি নির্বিশেষে উন্নতির ইচ্ছুক ব্যক্তি যোগ্য সদস্য হবেন।
(2) যেকোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মনের পুরুষ/মহিলা সদস্য হতে পারবেন।
(3) লক্ষ্য ও বিধিবিধানের সঙ্গে পূর্ণ সহমত।
(4) সদস্য ফি ও অন্যান্য অর্থপ্রদান।
সাধারণ সভার এক সপ্তাহ আগে ও জরুরি সভার ২৪ ঘণ্টা আগে বিজ্ঞপ্তি প্রদান।
নিম্নলিখিত অবস্থায় সদস্যপদ বাতিল হবে:
যেমন:
(1) মৃত্যু।
(2) লিখিত পদত্যাগ।
(3) মানসিক অস্বাস্থ্য।
(4) ৩ বার অবাধিত সভায় অনুপস্থিতি।
(5) তিন মাস চাঁদা না প্রদান।
(6) অবৈধ কার্যকলাপ।
৩ বছর অন্তর নির্বাচন।
(1) সদস্য ফি।
(2) অনুদান ও দান।
অর্থাৎ অনুমোদিত ব্যাংকে ট্রাস্টের নামে।
সাধারণ সম্পাদক ও এক জন কর্তাব্যক্তির যৌথ স্বাক্ষর।
(1) সভাপতি
(2) অর্থ সম্পাদক
প্রয়োজনে বা মাসে একবার সভা, নোটিশ ১০ দিন আগে।
প্রয়োজনে সভাপতি দ্বারা সভা স্থগিত বা বাতিল।
বার্ষিক হিসাব নিরীক্ষণ।
সভার দৃশ্যমানতা ১/৩ সদস্য।
৩/৫ সদস্য মত খুশি হলে পরিবর্তন করা যাবে।
বিশিষ্ট পরিমাণে সম্পদ অন্য সমপ্রকার অংশীদারী প্রতিষ্ঠানকে হস্তান্তর।
0%