আলফকর ট্রাস্ট

জালফানওয়ালি, দলোয়ালি সংলগ্ন, জম্মু রোড, সিয়ালকোট, পাঞ্জাব, পাকিস্তান

প্রতিষ্ঠাতা

অসহায় ও প্রাপ্য ব্যক্তিদের সহায়তা প্রদানের উদ্দেশ্যে, Alfaqr Muhammad Yaqoob Awan (পিতা: Noor Ahmad Awan) ট্রাস্ট প্রতিষ্ঠার ধারণা দেন। সেই মোতাবেক, বিভিন্ন সামাজিক পরিবেশে মানুষের সহায়তার জন্য আলফকর ট্রাস্ট গঠিত হয়েছে।

উদ্দেশ্য ও লক্ষ্য

(1) তরুণ-তরুণী ও শিশুদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য অনুদান, বৃত্তি, পুরস্কার এবং সম্মাননা প্রদান।

(2) উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রদের উৎসাহিত করতে সার্টিফিকেট, পদক ও পুরস্কার প্রদান।

(3) ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সব শিশুদের আত্মিক, শারীরিক, মানসিক ও শিক্ষাগত উন্নয়ন সাধন।

(4) শিক্ষা ও বুদ্ধিমত্তা (IQ) বিকাশের জন্য যেকোন প্রতিষ্ঠান/স্কুল অথবা সমিতি পরিচালনা, প্রতিষ্ঠা বা সহ-সম্পৃক্তকরণ।

(5) ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা।

(6) প্রাপ্তবয়স্ক সাক্ষরতা কেন্দ্র প্রতিষ্ঠা করা যাতে বয়োজ্যেষ্ঠরা, বিশেষত মা-বোনেরা পড়তে ও লিখতে শিখেন।

(7) হাসপাতাল, ক্লিনিক, ডিসপেনসারি, জরুরি চিকিৎসা কেন্দ্র ও চিকিৎসা কমপ্লেক্স গঠনের পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবা।

(8) দরিদ্র ও অক্ষমদের জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন এমনকি প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা ও সহায়তা প্রদান।

(9) দরিদ্র ও প্রাপ্য ব্যক্তিদের জীবনমান উন্নয়নে খাদ্য, বাসস্থান, পোশাক, ঔষধ, অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান।

(10) প্রাকৃতিক দুর্যোগসহ নানা বিপর্যয়ে ক্ষতিগ্রস্থদের জন্য ভবন, প্রতিষ্ঠান বা আশ্রয় কেন্দ্র তৈরি ও রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনে তাদের খাদ্য ও আশ্রয় প্রদান।

(11) গৃহহীন, বিধবা ও এতিমদের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থা গড়ে তোলা যাতে তাদের মর্যাদাশীল জীবন নিশ্চিত হয়ে ওঠে।

(12) সাম্য, ন্যায়, ঐক্য ও দেশপ্রেমের জন্য কাজ করা; সাম্প্রদায়িকতা, সহিংসতা, সন্ত্রাসবাদ ও মৌলিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নেওয়া।

(13) প্রতিবন্ধী ও অন্ধদের জন্য মাসিক ভাতা বা আর্থিক সহায়তা প্রদান।

(14) ভিক্ষুকদের জন্য বিনামূল্যে আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবা প্রদান করে তাদের সম্মানজনক জীবনে ফিরিয়ে আনা।

(15) সর্বসাধারণের জন্য লাইব্রেরি, পড়ার ঘর ও পার্ক স্থাপন ও সংরক্ষণ।

(16) ট্রাস্টের উদ্দেশ্য সম্পাদনে বই, পত্রিকা ও স্মারক প্রকাশনা।

(17) প্রচারমূলক বিজ্ঞাপন ও উপকরণ তৈরি ও প্রচার।

(18) জাতীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসব উদযাপন ও উৎসাহ দেয়া।

(19) ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য সভা, সেমিনার ও বিতর্ক আয়োজন।

(20) ট্রাস্ট সম্পর্কিত সম্মেলনসমূহে প্রতিনিধিত্ব।

(21) চলমান ও স্থাবর সম্পত্তি অর্জন, নির্মাণ, মেরামত ও বিক্রয়।

(22) অনুদান গ্রহণ ও অর্থায়ন সুনিশ্চিতকরণ।

(23) সমমনা সংগঠনসমূহের সাথে অংশীদারিত্ব।

(24) কার্যক্রম সম্পাদনের জন্য ঋণ গ্রহণ।

(25) সাধারণ জনগণের সমস্যা সমাধানের জন্য আইনগত সহায়তা।

(26) বিরোধ নিষ্পত্তি ও প্রতিনিধি হিসাবে কার্যকরতা।

(27) গবেষণা ও উন্নয়নের জন্য প্ল্যাটফর্ম ও সহায়ক কাঠামো।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান।

সুসজ্জিত গ্রন্থাগার।

ডেটাবেস ও ডিজিটাল যোগাযোগ।

প্রকাশনা ও আলোচনা ওয়েবসাইট।

(28) অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম।

অফিস ধারকদের তালিকা

Sr NoNameDesignationOccupation
1Masood AhmadChairmanRetired Army Officer
2Aftab AhmadVice ChairmanRetired Army Officer
3Abdul Rauf KhanGeneral SecretaryRetired Army Officer
4Munir AhmadJoint secretaryBusiness
5Muhammad IqbalFinance SecretaryPrivate Job
6Muhammad Maqbool AwanMemberPrivate Job
7Muhammad NadeemMemberBusiness

অফিস ধারকদের ক্ষমতা ও দায়িত্ব

সভাপতি

(1) ট্রাস্টের সমস্ত কার্যক্রম তদারকি করা।

(2) সব সভার সভাপতিত্ব।

(3) প্রয়োজনমতো সভা আহ্বান বা স্থগিত।

(4) ভোট সমান হলে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান।

(5) হিসাবরক্ষণ ও নথিতে স্বাক্ষর।

(6) অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় ও স্বাক্ষরাধিকার।

(7) প্রধান প্রশাসক।

সহ-সভাপতি

সভাপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন।

সাধারণ সম্পাদক

(1) রেকর্ডসুরক্ষা।

(2) সভার কার্যবিবরণী রেকর্ড।

(3) সভার এজেন্ডা প্রস্তুতি ও প্রচার।

(4) অর্থ সংগ্রহ ও ব্যয়ের ব্যবস্থাপনা।

(5) হিসাবরক্ষণ ও বার্ষিক অডিট।

(6) আসীনকৃত স্বাক্ষরাধিকার।

(7) সভাপতির পরে স্বাক্ষরাধিকার।

যুগ্ম সম্পাদক

সাধারণ সম্পাদকের সহকারী ও সমন্বয়কারী।

অর্থ সম্পাদক

(1) আর্থিক নথিপত্র সংরক্ষণ।

(2) আর্থিক এজেন্ডা প্রস্তুতি।

(3) তহবিল সংগ্রহ ও হিসাব দেখভাল।

(4) বার্ষিক অডিট ব্যবস্থা।

সদস্য

সভায় অংশগ্রহণ ও কর্তব্য পালন।

বিধি-বিধান

সংজ্ঞা

প্রতিষ্ঠানটির নাম ALFAQR TRUST।

ঠিকানা

জালফানওয়ালী, দলোয়ালী সংলগ্ন, জম্মু রোড, সিয়ালকোট।

সদস্যপদ

(1) যেকোন শ্রেণী, জাতি নির্বিশেষে উন্নতির ইচ্ছুক ব্যক্তি যোগ্য সদস্য হবেন।

(2) যেকোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মনের পুরুষ/মহিলা সদস্য হতে পারবেন।

(3) লক্ষ্য ও বিধিবিধানের সঙ্গে পূর্ণ সহমত।

(4) সদস্য ফি ও অন্যান্য অর্থপ্রদান।

বিজ্ঞপ্তি

সাধারণ সভার এক সপ্তাহ আগে ও জরুরি সভার ২৪ ঘণ্টা আগে বিজ্ঞপ্তি প্রদান।

সদস্যপদ হারানো

নিম্নলিখিত অবস্থায় সদস্যপদ বাতিল হবে:

যেমন:

(1) মৃত্যু।

(2) লিখিত পদত্যাগ।

(3) মানসিক অস্বাস্থ্য।

(4) ৩ বার অবাধিত সভায় অনুপস্থিতি।

(5) তিন মাস চাঁদা না প্রদান।

(6) অবৈধ কার্যকলাপ।

নির্বাচন

৩ বছর অন্তর নির্বাচন।

আয়ের উৎস

(1) সদস্য ফি।

(2) অনুদান ও দান।

ব্যাংক হিসাব

অর্থাৎ অনুমোদিত ব্যাংকে ট্রাস্টের নামে।

সাধারণ সম্পাদক ও এক জন কর্তাব্যক্তির যৌথ স্বাক্ষর।

(1) সভাপতি

(2) অর্থ সম্পাদক

সভা

প্রয়োজনে বা মাসে একবার সভা, নোটিশ ১০ দিন আগে।

সভা স্থগিত করা

প্রয়োজনে সভাপতি দ্বারা সভা স্থগিত বা বাতিল।

অডিট

বার্ষিক হিসাব নিরীক্ষণ।

কোরাম

সভার দৃশ্যমানতা ১/৩ সদস্য।

সংশোধন

৩/৫ সদস্য মত খুশি হলে পরিবর্তন করা যাবে।

বিচ্ছেদ

বিশিষ্ট পরিমাণে সম্পদ অন্য সমপ্রকার অংশীদারী প্রতিষ্ঠানকে হস্তান্তর।

Maksimakan pengalaman Alfaqr.com anda!
Mulakan lawatan anda sekarang:

0%